এবার কৃষকদের রাজ্য সড়ক অবরোধ মাদারিহাটে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ৬ঠা মার্চ, ২০২১: আজ ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। আজ শনিবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ, আলু রাখার বন্ডের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষকদের অভিযোগ ফালাকাটার মাদারিরোড দুই মাইল এলাকার হিমঘর কর্তৃপক্ষ ঘোষণা করেছে আর আলুর বন্ড নেই, যার ফলে সমস্যায় পড়েছে শতাধিক কৃষক। কারণ এখনও আলু চাষের জমিতে রয়েছে, আলু তোলার পর কি করবেন তারা হিমঘরে রাখতে না পারলে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরফলে ক্ষতির মুখে পড়বেন তারা এই আশঙ্কা করছেন কৃষকেরা। তাই ক্ষুব্ধ কৃষকরা শনিবার পথ অবরোধের শামিল হয়েছেন। তাঁরা বলেন ব্যাঙ্ক থেকে কৃষি লোন নিয়ে জমিতে আলু চাষ করেছি এখন যদি হিমঘরে আলু রাখতে না পারি তবে পরিবার নিয়ে পথে বসতে হবে। কৃষকরা আরো অভিজোগ করেন, আলু রাখার বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে এবং বন্ড না পাওয়ায় জাতীয় সড়ক অবরোধ, এমনকি বন্ড গোপনে বড় ব্যাবসায়ী, আলুর গোদি মালিক দেরকে দেওয়া হচ্ছে তাই প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বন্ড পাচ্ছেন কৃষকরা। এদিকে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়কে। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ কৃষকদের সাথে আলোচনা করে তারা অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কয়েকঘন্টা অবরোধের পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তূলে নেয় আন্দোলনকারীরা।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!