তুফানগঞ্জে ডঃ বি. আর আমবেদকরের জন্মদিন পালিত হল
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ১৪ই এপ্রিল, ২০১৮: উত্তরবঙ্গ বাসফোর এবং হরিজন সমিতির তুফানগঞ্জ শাখার উদ্যোগে তুফানগঞ্জ হাসপাতাল মোরে ডঃ বি. আর আমবেদকরের জন্মদিন পালন করা হয়। ডঃ বি. আর আমবেদক প্রতিকৃতিতে মাল্যদান করা তুফানগঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী অনন্ত কুমার বর্মা মহাশয় উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সচিব শ্রী চানমোহন সাহা মহাশয় ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সুপার ডঃ মৃণাল কান্তি আধিকারি মহাশয়
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)
Facebook Comments