একই পরিবারের তিনজনের ট্রাকের ধাক্কায় মৃত্যুতে শোকের আবহ ডালখোলায়
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই এপ্রিল, ২০১৮: একই পরিবারের তিনজনের ট্রাকের ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ডালখোলায়। গতকাল বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ট্রাকের ধাক্কায় মৃত্যুর সংবাদ পেয়ে উত্তেজিত জনতা ঘাতক লরিচালককে বেদম প্রহার করে বলে অভিযোগ। এদিনের ঘটনায় ডালখোলা স্টেশনে আটকে পরে বেশ কিছু দুরপাল্লার ট্রেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ডালখোলা লোকনাথপাড়ার বাসিন্দা ঘূর্নি মল্লিক ডালখোলা পৌরসভায় সাফাইকর্মী হিসাবে কর্মরত। এদিন সন্ধ্যায় তিনি মালা দেবী (২২) ও ছোট্ট শিশু রিঙ্কি বাসফোর (৬) কে সঙ্গে নিয়ে বাড়ী ফিরছিলেন। ডালখোলা রেটগেট সংলগ্ন স্থানে একটি ট্রাক তাদের পিষে প্রায় ৩০ মিটার নিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের।দুর্ঘটনার সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। ঘাতক লরিচালককে লরি থেকে নামিয়ে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থাতে লরিচালককে ডালখোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলগেটে দুর্ঘটনা ঘটার জন্য বন্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘাতক ট্রাক চালকের বাড়ি বিলাস পুর এলাকায় নাম মহম্মদ জামেরুল। ডালখোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ডালখোলায় ঘটনার কারণে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের আউটারে দাঁড় করিয়ে দেওয়া হয় ডিব্রুগরগামী রাজধানী এক্সপ্রেসকে। ইসলামপুরের শান্তিনগর যাতায়াতের রেলগেট প্রায় দুই ঘন্টা বন্ধ হয়ে পড়ায় রাজধানীর যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়েন বাসিন্দারাও।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)