ফালাকাটার স্টেশন মোড়ে উদ্ধার বিশালাকার আজগর, এলাকায় চাঞ্চল্য
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১০ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটার স্টেশন মোড় থেকে বিশালাকার আজগর উদ্ধারে চাঞ্চল্য ছাড়াল এলাকাজুড়ে। শনিবার বিকালের দিকে ফালাকাটার স্টেশন মোড় সংলগ্ন সমির সাহার স-মিল থেকে আনুমানিক প্রায় ১২ ফুট লম্বা আজগর উদ্ধার করল শ্রী শংকর সাহা। এরপর মাদারিহাট বনদপ্তরের খবর দিলে এসে নিয়ে যায়। বনদপ্তরের জানায় সাপটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিত্সার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments