চার দফা দাবির পক্ষে ফালাকাটায় গণস্বাক্ষর ও পথসভা করল আর.ওয়াই.এফ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১০ই ফেব্রুয়ারি ২০১৮: চার দফা দাবির ভিত্তিতে গণস্বাক্ষর ও পথসভা করল আর.ওয়াই.এফ (রিভলিউশানারি ইউথ ফ্রন্ট)। ফালাকাটার জ্টেস্বর ট্রাফিক মোড়ে শনিবার এই গণ স্বাক্ষর ও পথ সভা অনুষ্ঠিত হয়। এই দাবিগুলো হলো, বেকারদের নূন্যতম রোজগারের ব্যবস্তা, চুক্তি ভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী করণ, অবসর প্রাপ্তদের পুন কাজে নিয়োগ বা করে শিক্ষিত বেকারদের কাজ প্রভৃতি। এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন আর.ওয়াই.এফ এর জেলা ও ব্লক নেতৃত্ব।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments