সপ্তমীর আগেই ফালাকাটায় এবার পূজা জমজমাট

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৫ই অক্টোবর, ২০১৮: ফালাকাটার দুটি পূজা পেন্ডেলে কলেজপাড়া সর্বজনীন দুর্গাপূজা ও মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী শ্রী বিনয়কৃষ্ণ বর্মণ, উপস্তিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, বিশিষ্ট সমাজসেবী শ্রী মৃদুল গোস্বামী, শ্রী তুষার চক্রবর্তী, আলীপুরদুয়ারের সাংসদ ফালাকাটা থানার আইসি শ্রী সৌম্যজিত রায় প্রমুখ বিশিষ্ট জনেরা। ৪২ তম বর্ষে কলেজপাড়া সর্বজনীন দূর্গাউত্সব পূজা থিম বিশ্বায়ন। বিভিন্ন দূষণের জন্য পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে। তার থেকে কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায় সেটাই ফুটিয়ে তুলেছে এবার। ৪৭ তম বর্ষে মসল্লাপট্টি সর্বজনীন দূর্গাউত্সব পূজার থিম উড়ান। পাখীদের খাঁচায় বন্দীনা করে খোলা আকাশে মুক্ত বাতাসে আপন মনে উড়তে দেওয়া। মানুষ নিজেদের জন্য প্রকৃতির অমূল্য সম্পদ বন্য প্রাণীদের খাঁচায় বন্দী বানিয়ে রাখে। এরাও খোলা আকাশে মুক্ত হয়ে বসবাস করার অধিকারী। এই সামাজিক বার্তা দিয়েই এবছরের পূজা মণ্ডপ তৈরি করেছে। ফালাকাটা মুক্তিপারা সর্বজনীন দুর্গাপূজায় এবছর ডোকরা শিল্পকে তুলে ধরেছে। সাথে মাদলের তালে মেতে উঠেছে দর্শনার্থীরা। ফালাকাটা দেশবন্ধুপাড়া সর্বজনীন দুর্গা পূজা এবছর ৬৯ বছরে পদার্পণ করল। এদের থিম মা তুমি কার। ভাগীরথ সর্গ থেকে মাকে নিয়ে এসেছে মনবিকাশ হোমে সেখানে বিশেষ চাহিদা সমপর্ণ শিশুদের ডাকে নিয়ে এসেছে। এই হোমের শিশুরা কেইলাসে চিঠি লিখে মা কে বলছে মা তুমি কার। পূজা পেন্ডেলের উদ্বোধন করে সকল অতিথিরা শারদ শুভেচ্ছা জানিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ও ট্রাফিক নিয়ম মেনে চলার আওভান রেখেছেন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!