জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতলেন মেখলীগঞ্জের কুচলিবাড়ির বিশ্বজিত রায়

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ১৫ই অক্টোবর, ২০১৮: এবার জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতলেন কুচবিহার মেখলীগঞ্জের কুচলিবাড়ির বিশ্বজিত রায়৷ কুচবিহারের ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এর প্রত্যন্ত গ্রাম জিগাবাড়ি এলাকায় তার বাড়ি৷ পরিবারে আর্থিক অনটনকে টপকে সে জাতীয় স্তরে ব্রোঞ্জ নিয়ে আসলো সীমান্তবর্তী গ্রামে৷ কুচলিবাড়ির সতীঘাটের পার রামনিধি হাই স্কুল স্তরে খেলার জগতে মননিবেশ করে৷ ওই স্কুলের প্রধাণ শিক্ষক শ্রী মানস সিংহ সরকার বিশেষ প্রেরণা দেন মেঘালয়ের শিলঙে অনুষ্ঠিত ২৭ তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ -২০১৮ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল মেখলীগঞ্জের কুচলিবাড়ির বিশ্বজিৎ রায়। নানকোয়ান বিভাগে ব্রোঞ্জ জয় করে সে। মেখলীগঞ্জ কলেজের এই ছাত্র ছোটবেলা থেকেই উশুতে পারদর্শী। তার এই সাফল্যে খুশি মেখলীগঞ্জের ক্রীড়াপ্রেমী মহল। আর্থিক অভাব থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূলতাকে পেছনে ফেলে মেখলীগঞ্জের ব্রোঞ্জের ছেলে বিশ্বজিৎ রায়ের সাফল্যে খুশি মেখলীগঞ্জবাসীরা৷ বিশ্বজিত জানিয়েছেন আর্থিক সহযোগিতা পেলে আরো ভালো ফল করতে পারতেন তিনি। ভবিষ্যতে তিনি আরও এগিয়ে যেতে চান৷ শুধু একটু আর্থিক সহযোগিতা দরকার ৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!