কার্ল মার্কসের জন্মদিন পালিত হলো শান্তিপুরে
শিবনাথ ধন্বন্তরি (টী.এন.আই শান্তিপুর) । টি.এন.আই সম্পাদনা কলকাতা
বাংলাডেস্ক, টী.এন.আই, শান্তিপুর, ৫ই মে, ২০১৮: মহান দর্শনিক, অর্থনীতিবিদ,সাংবাদিক কার্ল মার্কসের ২০১ তম জন্মদিন পালন করল সি.পি.আই.এম শান্তিপুর এরিয়া কমিটি। আজ তার মূর্তিতে মাল্যদান করেন নদিয়া জেলা সি.পি.আই.এম নেতা শ্রী সৌমেন মাহাতো। আজ অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বুঝিয়ে দেন দুশো বছর পরেও মানব জাতির কাছে কার্ল মার্কসের সমাদর এক বিন্দু কমেনি। বরং তিনি জাতির উত্তরণের প্রতীক হয়ে উঠেছেন।
ছবিঃ শিবনাথ ধন্বন্তরি (টী.এন.আই)
Facebook Comments