দারিভিটকাণ্ডে ইসলামপুরে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন
দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৮ই অক্টোবর ২০১৮: দারিভিটকাণ্ডে শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগের ভিত্তিতে সোমবার ইসলামপুরে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন। জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি ইসলামপুরে থেকে দল আগামীকাল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দারিভিটকাণ্ডের তদন্ত করবেন। কমিশনের টিমের তিন সদস্যের প্রতিনিধিরা আজকেই ইসলামপুরে পৌঁছে গিয়েছেন। বাকি তিন সদস্য আগামী দুদিন পরে আসবে বলে জানা গিয়েছে। এদিকে এদিন দারিভিটকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনে প্রথম অভিযোগকারী শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার ও জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন সহ অন্যান্যরা দারিভিটে যান। দুই মৃত ছাত্র ও জখম ছাত্রদের পরিবারের সাথে দেখা করে ঘটনার বিষয়ে কথা বলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, “অর্ডার অব এনকোয়ারী অনুযায়ী আমাকে কমিশনের টিমের সাথে থাকার এবং তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। তাই আমি আজকে প্রাথমিক পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তবে রাজ্য সরকার কমিশনের টিমের সাথে সহযোগিতা করেছেন না। বাগডোগরা বিমান বন্দরে দু ঘণ্টা ধরে যোগাযোগের পর গাড়ির ব্যবস্থা হয়। রাজ্য সরকার চাইছে না জাতীয় মানবাধিকার কমিশন দারিভিটের ঘটনার তদন্ত করুক বা কমিশন দারিভিটে প্রবেশ করুক।” যদিও এদিন ইসলামপুরে পৌঁছনোর পর কমিশনের সদস্য ডেপুটি এসপি কুরলী – শ্রীরূপা মিত্র চৌধুরীর করা রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ খারিজ করে বলেন। তিনি বলেন “রাজ্য সরকার আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমরা কাল অভিযোগকারীর সাথে কথা বলার পর দারিভিটে যেতে পারি।”
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)