দারিভিটকাণ্ডে বিজেপি ও তৃণমূল আলাদা আলাদাভাবে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে : অশোক

দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ইসলামপুর, ৮ই অক্টোবর ২০১৮: ‘দারিভিটকাণ্ডে বিজেপি ও তৃণমূল আলাদা আলাদাভাবে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে’ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সোমবার ইসলামপুরে এক মিছিলে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন বাম নেতা অশোক ভট্টাচার্য। এছাড়াও অশোক ভট্টাচার্য বলেন, ‘দারিভিটকাণ্ডে আমাদের অবস্থান একদম পরিষ্কার। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে এতে কোনও সন্দেহ নেই। আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছি।’ পাশাপাশি দারিভিটের ঘটনায় পুলিশ যেসমস্ত নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে তাঁদের মুক্তি দিতে হবে এবং সর্বোপরি ইসলামপুর ও দারিভিটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি প্রতিষ্ঠায় আজকে আমাদের এই মিছিল ও সভা। উল্লেখ্য, এদিন সিপিএমের পক্ষ থেকে ইসলামপুর  ট্রাক  টার্মিনাল  থেকে  মিছিল  শুরু  করে  ৩১নং  জাতীয়  সড়ক ধরে চৌরঙ্গী মোর হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে  মিছিল শেষ হয়। এদিনের  মিছিলে যোগ দেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য  ও  মানব মুখার্জি সহ বিভিন্ন বাম নেতৃত্ব। পাশাপাশি এদিনের মিছিলে উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্ব ও বাম মহিলা সমিতির নেত্রীরা। ইসলামপুর বাস টার্মিনাসে এবিষয়ে এক সভাও অনুষ্ঠিত হয়। বাস টার্মিনাসের সভা থেকেও বাম নেতৃত্বরা দারিভিট উচ্চ বিদ্যালয় খোলার বিষয়ে সরব হন।

 ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!