নির্বাচনোত্তর বিজেপি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে মাটিগাড়ায় অবস্থান বিক্ষোভ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৫ই মে, ২০২১: ২রা মে তে নির্বাচনের ফলাফল বের হওয়ার পরের থেকে রাজ্যজুড়ে বিজেপির সমর্থকদের অপর হামলা চলেছে এই অভিযোগ এনে তার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা শিলিগুড়ি মহকুমার বিভিন্ন থানার সামনে অবস্থান বিক্ষোভে শামিল হল বিজপির কর্মীদের। আজ মাটিগাড়া থানার সামনেও এমনি এক অবস্থান বিক্ষোভে শামিল হয়। উপস্থিত ছিলেন মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা এলাকায় বিজেপির কনভেনর শ্রী অংশু রায়, মণ্ডল সভাপতি শ্রী তপন রায়, সুভাষ ঘোষ, সাধারন সম্পাদক শ্রী দেবজ্যোতি ঘোষ, শ্রীমতী করুণা রায়, শ্রী পরেশ রায়, শ্রী ধরনি ডাকুয়া। এর পাশাপাশি ছিল মহিলা মোর্চা সভাপতি শ্রীমতী মিতালী মহন্ত প্রমুখ।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments