ফালাকাটায় কলেজ অধ্যক্ষ ঘেরাও অনলাইন ভর্তির প্রক্রিয়া বাতিলের দাবীতে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩রা জুলাই, ২০১৮: সারা রাজ্যে কলেজে ছাত্র ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছে। তাতে মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেছে। রাজ্য পুলিশ ও জেলা পুলিশের থেকেও এই ব্যাপারে সচেনতা বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে। কলেজেগুলিতে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতি আটকাতে কঠোর ব্যাবস্থা গ্রহন করেছে রাজ্য সরকার। এরই মাঝে ব্যাতিক্রমী ফালাকাটা কলেজ। মঙ্গলবার ফালাকাটা কলেজের অধ্যক্ষকে তার ঘরে আটকে রেখে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। তাদের আন্দোলনের মূল দাবি কলেজে ছাত্র ভর্তির ফ্রি কমাতে হবে। ফালাকাটা কলেজে ছাত্র ভর্তির ফ্রি কমানোর জন্য অধ্যক্ষকে তার ঘরে আটকে রেখে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। ফালাকাটা কলেজের ভর্তির ফি এতদিন ছিল পাস কোর্সের জন্য ৫০ টাকা সেটা এবছর একলাফে বেড়ে হয়েছে ১৫০ টাকা ও অনার্স কোর্সের জন্য ছিল ১০০ টাকা সেটা এক লাফে বেড়ে হয়েছে ২০০ টাকা।

এই ভর্তি হতো কলেজেই। কিন্তু এবছর থেকে করেছে অনলাইন। এর ফলে বিভিন্ন ক্যাফেতে এই চার্জ প্রায় দু থেকে তিনগুণ বেশি লাগছে। এই ভর্তির চার্জ কমাতে হবে ও অনলাইনের পরিবর্তে কলেজেই ভর্তির ব্যাবস্থা করতে হবে। কারণ এই কলেজে সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় তাদের আর্থিক সঙ্গতি কম। সেই কারণেই এই ভর্তির ফ্রি কমানোর দাবি জানাচ্ছি বলে জানালো তৃণমূল ছাত্র পরিষদের সাধারন সম্পাদক শীর্ষেন্দু মৈত্র। ফালাকাটা কলেজের অধ্যক্ষ ড. হীরেন্দ্র নাথ ভট্টাচার্য্য বলেন, বোর্ড মিটিংএ সিধান্ত নিয়েই এই ফ্রি বাড়ানো হয়েছে। আমি আন্দোলনকারীদের বলেছি আমাকে লিখিত ভাবে জানাতে। আমি তাদের লিখিত দাবি বোর্ড মিটিংএ জানাবো এরপর বোর্ড মিটিংএ পরিচালন কমিটি সিধান্ত নিবে। ফালাকাটা কলেজের পরিচালন কমিটির সভাপতি সুরেশ লালা কে ফোনে পাওযা যায়নি।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!