ধুপগুড়ীতে এন.বি.এস.টি.সি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত ছয়
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ৭ই ফেব্রুয়ারি ২০১৮: এন.বি.এস.টি.সি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ছয় যাত্রী। অভিযোগ চলন্ত অবস্থায় লরি চালকের মোবাইলে কথা বলাতেই বিপত্তি। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের জুড়াপানী এলাকায়। বাস ভর্তি যাত্রীদের অল্পের জন্যে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা দিয়েছে। বুধবার বিকালে শিলিগুড়ি থেকে দিনহাটার দিকে যাবার পথে বাসটিকে উলটো দিক থেকে আসা একটি পন্য বোঝাই লরির মুখোমুখি ধাক্কা মারে। চালক বুঝতে পেরে বাসের মোড় বাদিকে কাটাতেই বাসের ডানদিক ঘেষে চলে যায় লরিটি। ঘটনায় বাসের ছয় যাত্রী কমবেশী আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার জেরে ধুপগুড়ী ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কে কিছু সময়ের জন্যে যান চলাচল ব্যাহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও প্রিয়াঙ্কা বর্মন নামে একজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহত যাত্রীর নাম প্রিয়াঙ্কা বর্মন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুর্ঘটনাগ্রস্ত বাসের কন্ড্রাক্টর শ্রী অমিত দে সরকার বলেন, লরি চালক মোবাইল ফোনে কথা বলছিল। তার জেরেই সড়কের অনেকটা জায়গা দখল করে আসছিল। লরি ও বাস দুটিকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। কোনো চালক যদি ফোনে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)