ইসলামপুরের নৈশ ফুটবলের সেমিফাইনালে কোলকাতার ইউনাইটেড এফসি
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১২ই সেপ্টেম্বর, ২০১৮: মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত কে জে বোস চ্যাম্পিয়ন ও উর্মিলা স্মৃতি রানার্সআপ নৈশ ফুটবলে মঙ্গলবার ইসলামপুর হাই স্কুল গ্রাউন্ডে কোলকাতার ইউনাইটেড এফসি ও নদিয়ার কেটিএফএ মুখোমুখি হয়। ইউনাইটেডের স্কিল ও গতিপূর্ন ফুটবলের সামনে নদিয়া দলকে একেবারেই বেমানান দেখাচ্ছিল। তবুও আক্রমন প্রতি আক্রমনের জেরে এদিনের খেলায় দেবাশীষ বিশ্বাস গোল করে নদিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু প্রথমার্ধেই পেনাল্টি পেয়ে ইউনাইটেডের সোমনাথ দে খেলায় সমতা আনে। দ্বিতীয়ার্ধে দীপ্তেস মুর্মুর গোলে ইউনাইটেড এফসি জয় সুনিশ্চিত করে নেয়। এদিনের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে নদিয়ার কেটিএফএ-কে হারিয়ে টুনামেন্টের সেমি ফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড। এদিনের বৃষ্টি মাথায় করে ফুটবলপ্রেমীরাও উপভোগ করে এক দুর্দান্ত ফুটবল।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)