কুচবিহারে সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে মেখলীগঞ্জের সাংবাদিকদের

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৫ই এপ্রিল, ২০১৮: মেখলীগঞ্জের সাংবাদিকরা কুচবিহারে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। মেখলীগঞ্জ মহকুমা থানার বাইরে একঘন্টা প্রতীকী অবস্থান বিক্ষোভে অংশ নেন মেখলীগঞ্জের সাংবাদিকরা। এরপর অনুষ্ঠিত হয় সাংবাদিকদের মৌন মিছিল। মেখলীগঞ্জ ব্লকের সাংবাদিকদের পক্ষে সাংবাদিক শ্রী দ্বিপেন রায় জানান যে গতকাল কুচবিহারে খবর সংগ্রহ করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটলো তা একটি গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। এই ঘটনা শুধু সাংবাদিকদের ওপর আক্রমণ নয় এই ঘটনার অর্থ দেশের সংবিধানের ওপর আক্রমণ। তিনি আরও জানান যে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে এদিন মেখলীগঞ্জ ব্লকের সব সাংবাদিকরা কর্মসূচী তে উপস্থিত থাকতে পারেন নি। প্রতীকী অবস্থান বিক্ষোভে উপস্থিত সাংবাদিক শ্রী শুভ্রজীৎ বিশ্বাস বলেন সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। কুচবিহারের সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা কে তিনি রায়গঞ্জের ঘটনার পুনরাবৃত্তি বলেছেন। সেই সঙ্গে তিনি আরও জানান যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে মেখলীগঞ্জের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাংবাদিক শ্রী সুজন রায়, শ্রী বিপুল সিংহ সরকার প্রমুখেরা। উল্লেখ্য গতকাল কুচবিহারে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া কে কেন্দ্র করে যে চাঞ্চল্যর সৃষ্টি হয় তার খবর করতে গেলে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হয়। সাংবাদিক আক্রান্ত এই ঘটনায় তীব্র কড়া পদক্ষেপ নেবে শাসকদল সরকার, আইন আইনের পথেই চলবে এমন টাই জানালেন বন মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ৷

ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!