ফালাকাটায় শুরু হলো আন্ত কলেজ দাজূ সেন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৭ই সেপ্টেম্বর, ২০১৮: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড এর পরিচালনায় দাজূ সেন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু হলো ফালাকাটা কলেজ ময়দানে। এদিনের দাজূ সেন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, উপস্তিত ছিলেন, ফালাকাটা কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা কলেজ পরিচালন কমিটির সরকার নমিনি সদস্য রণেশ তালুকদার, ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডঃ হীরেন্দ্র নাথ ভট্টাচার্য প্রমুখ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২৬ টি কলেজ এই খেলায় অংশ নিচ্ছে। চলবে আগামী ২৪সে সেপ্টম্বর পর্যন্ত। অংশগ্রহণ কারী এই ২৬ টি কলেজ হলো, ফালাকাটা কলেজ, কে.জি.টি.এম কলেজ, কার্শিয়ান কলেজ, নর্থবেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ, .বীরপাড়া কলেজ, গরুবাথান কলেজ, শিলিগুড়ি কমার্স কলেজ, জলপাইগুড়ি এ.সি কলেজ, নকশালবাড়ি কলেজ, কালিংপং কলেজ, শিলিগুড়ি সালসাইন কলেজ, সূর্যসেন কলেজ, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়, শহীদ খুদিরাম কলেজ, এ.পি.সি কলেজ, মুন্সী প্রেমচাঁদ কলেজ, শিলিগুড়ি কলেজ, পি.এম.এস.এম কলেজ, সেন্ট জোশেপ কলেজ, জলপাইগুড়ি এ.সি কমার্স কলেজ, দার্জিলিং কলেজ, ময়নাগুড়ি কলেজ, স্যালেসিয়ান কলেজ, আই.আই.এল.এস কলেজ, আলিপুরদুয়ার কলেজ, রাজগঞ্জ কলেজ অংশগ্রহণ করে। ফালাকাটা কলেজের তত্বাবধানে এই খেলাগুলো হওয়ায় খুশি কর্তিপক্ষ সহ সকলে।
ছবি ও ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)