কুচবিহারে ‘মোহনা’র বিজয়া সম্মিলনী উন্মোচিত হল ‘শারদ সংখ্যা ১৪২৫’

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৩রা নভেম্বর, ২০১৮: কুচবিহার মোহনা সাংস্কৃতিক সংস্থার উদ্বোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী এবং শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, কুচবিহারের সাংসদ শ্রী পার্থপ্রতিম রায়, প্রখ্যাত ইতিহাসবিদ ডঃ নৃপেন্দ্রনাথ পাল, বিশিষ্ট কবি শ্রী সুবীর সরকার, মুজনাই পত্রিকার সম্পাদক শ্রী শৌভিক রায় এবং আরও অনেক বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মোহনা সাংস্কৃতিক সংস্থার সদস্য সদস্যারা এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক স্বর্ণালী সন্ধ্যা উপহার দিল কুচবিহারবাসীদের। এই অনুষ্ঠান মঞ্চ থেকে ‘শারদ সংখ্যা ১৪২৫’ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেইসঙ্গে প্রকাশিত হল মোহনা সাংস্কৃতিক সংস্থার সদস্যা অন্বেষিকা দাস এর লেখা বি.এড তৃতীয় সেমিস্টারের ‘ল্যাঙ্গুয়েজ স্ক্যানার’ নামক একটি ভাষা শিক্ষণ বই। প্রকাশ করলেন প্রখ্যাত ইতিহাসবিদ্ ডঃ নৃপেন্দ্রনাথ পাল, বিশিষ্ট কবি শ্রী সুবীর সরকার, সুনীতি একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী ভূপালী রায়, মুজনাই পত্রিকার কবি ও সম্পাদক শৌভিক রায়, মোহনা সাহিত্য সংস্থার সম্পাদক দিব্যেন্দু ভৌমিক প্রমুখ। হাজির ছিলেন আরও বিশিষ্টজনেরা। বইটির লেখিকা অন্বেষিকা দাস জানান এই বইটি বি.এড প্রশিক্ষণরত তৃতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের ভাষা শিক্ষণে উপকারে আসবে এবং খুব শীঘ্রই বিভিন্ন বই এর দোকানে বইটি পাওয়া যাবে।

তথ্য ও ছবি: রানা দে (কুচবিহার)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!