শ্রাদ্ধানুষ্ঠানে যাবার পথে ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই শিশু সহ চার জন

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২০শে এপ্রিল, ২০১৮: আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের দুই শিশুসহ চারজন। গুরুতর জখম এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার সকালে চাকুলিয়া থানার কানকি এলাকার নয়ানগরে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শুক্রবার সকালে হরিয়ানা থেকে আসামের ধুবরী আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাবার পথে চাকুলিয়া থানার কানকি এলাকার নয়ানগরে ৩১ নং জাতীয় সড়কে এক সুইফট ডিজায়ার গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে সড়কের ধরে থাকা গাছ গুলির উপর আছড়ে পড়ে। খুব জোরে শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দিকে ছুটে যায়। স্থানীয়রা জখমদের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে বের করতে থাকে। ইতিমধ্যে স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কানকি ফাঁড়ির পুলিশ।

গুরুতর জখম এক মহিলাকে পুলিশ জিজ্ঞাসা করাতে তিনি কিছু বলে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ কর্মীরা তড়িঘড়ি এম্বুলেন্স ডেকে ওই মহিলাকে নিকটস্থ কিসনগঞ্জ লায়ন্স হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। গাড়িতে থাকা বাকি দুই শিশুসহ এক পুরুষ ও এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারায়। ওই মৃতদেহ চারটি ময়নাতদন্তের জন্য পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কানকি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ঘটনায় হরিয়ানার একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় কিসনগঞ্জ লায়ন্স হাসপাতালে পাঠানো হয়েছে।এই পরিবারটি হরিয়ানা থেকে আসামের ধুবরী এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। দুর্ঘটনায় মৃত ও জখমদের নাম পরিচয় পুলিশ এখনও জানতে পারেনি। হরিয়ানা পুলিশের সাথে যোগাযোগ করছে কানকি ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে টায়ার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!