এবার ট্রেনের ধাক্কায় মারা গেল পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মালবাজার, ২৪শে মার্চ, ২০২১: আবার ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু হল। এবার মারা গেল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। নেওড়া রেল ব্রিজে আজ অর্থাৎ ২৪শে মার্চ সকালে চিতাবাঘটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। রেলসেতু দিয়ে চিতাবাঘটি যাওয়ার সময় সম্ভবত রাতে কোনও ট্রেনের ধাক্কায় চিতাবাঘটি হয়ত মারা যায়। চালসা ও মালবাজার স্টেশানের মাঝে নেওড়া নদীর রেলসেতুতে দূর্ঘটনাটি ঘটে৷ চিতাবাঘটির মৃতদেহটি সেতুটির থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এলাকার লোকেরা বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা এবং চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে। এলাকার মানুষের থেকে জানা যায় যে এই ভাবে চিতাবাঘের মৃতদেহ এই প্রথম উদ্ধার হয়।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)