উত্তরবঙ্গে প্রথম হার্লে ডেভিডসনের পোশাক ও পরিচ্ছদের নতুন স্টোর শিলিগুড়িতে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২১শে এপ্রিল, ২০১৮: সম্প্রতি বিশ্ব বিখ্যাত ক্রুজার মোটর সাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসন এশিয়া বাজারে হার্লে ডেভিডসন ব্রান্ডের পোশাক ও পরিচ্ছদ নকসা, বন্টন ও বিক্রয়ের ব্যাপারে জি-III অ্যাপারেল গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির উদ্দেশ্য একটি দীর্ঘ মেয়াদী কুশলী পরিকল্পনা যার দ্বারা পরবর্তী প্রজন্মকে হার্লে ডেভিডসন ব্রান্ডের পোশাক ও পরিচ্ছদ এর দিকে আকৃষ্ট করা। এই চুক্তি দ্বারা জি-III কোম্পানি সমগ্র এশিয়া – প্যাসিফিক অঞ্চলে হার্লে ডেভিডসন ব্রান্ডের পোশাক ও পরিচ্ছদের ব্রান্ডেড রিটেল স্টোর স্থাপনা করবে।

বর্তমানে শিলিগুড়িতে কসমস মলে এর একটি ব্রান্ডেড রিটেল স্টোর উদ্বোধন হয়েছে। মূলত শহরের বাইক প্রেমীদের উদ্দেশ্যেই এই ব্রান্ডেড রিটেল স্টোর এর স্থাপনা। এই মুহূর্তে জি-III অ্যাপারেল গ্রুপ হল এশিয়া – প্যাসিফিক অঞ্চলে হার্লে ডেভিডসন ব্রান্ডের পোশাক ও পরিচ্ছদের অনুমতি প্রাপ্ত সংস্থা। জি-III অ্যাপারেল গ্রুপের ভাইস প্রেসিডেণ্ট (হোলসেল এশিয়া) শ্রী জীন প্যাসকেল স্যালভাজ মনে করেন হার্লে ডেভিডসন হল একটি প্রধান রাস্তা ভিত্তিক ব্র্যান্ড। এর পোশাক ও পরিচ্ছেদ একটি ছাপ ফেলতে সক্ষম হবে শুধু মাত্র ভারতীয় বাইকচালকদের ক্ষেত্রেই নয় বরং সাধারন মানুষের ওপরেও। পরবর্তীতে জি-III অ্যাপারেল গ্রুপের পরিকল্পনায় সারা ভারত জুড়ে আরও ১৩টি এমন ধরনের ব্রান্ডেড রিটেল স্টোর খোলার কথা আছে। শ্রী জীন প্যাসকেল স্যালভাজ এও বলেন যে আগামী ৩ বছরের মধ্যে এই ব্রান্ডেড রিটেল স্টোরের সামগ্রিক ব্যাবসায়ীক লেনদেনের পরিমাণ বাৎসরিক ২৫ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা অবদি সম্ভাবনা রয়েছে।

ছবিঃ হার্লে ডেভিডসন (এশিয়া – প্যাসিফিক)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!