চোপড়ায় তৃণমূলের প্রতিষ্ঠাতা ড.তবিবুর রহমানের নতুন দল গঠন হল

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ২রা অক্টোবর, ২০১৮: উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে তৃণমূলের প্রতিষ্ঠাতা নতুন দল গঠন করলেন। চোপড়ায় তদানীন্তন শক্তিশালী কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের প্রথম পতাকা হাতে ধরা  ড.তবিবুর রহমান মঙ্গলবার ইন্ডিয়ান ডেমোক্রেটিক পিউপলস পার্টি (আইডিপিপি) এর উদ্বোধন করেন। জানা গিয়েছে, ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে নতুন দলের সূচনা করেন আইডিপিপির প্রতিষ্ঠাতা তথা রাজ্য সভাপতি ড.তবিবুর রহমান। গান্ধী জয়ন্তীতে রাজ্যজুড়ে শান্তির কামনা করে দলীয় কর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি প্রতিষ্ঠার বার্তাই দিলেন ড.তবিবুর রহমান। ড.তবিবুর রহমান বলেন, অনেক কষ্ট করে চোপড়ায় সিপিএম কংগ্রেসের মার খেয়ে তৃণমূলের সংগঠন খাড়া করেছিলাম। কিন্তু আজকে তৃণমূলে আমাদের মতো পুরানো নেতাকর্মীদের কোনও জায়গা নেই। তৃণমূল দলটা এখন ক্রিমিনালে ভরে গিয়েছে। শাসকদলের বিরোধীশুন্যের রাজনীতিতে এরাজ্যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নতুন দল শুরু করলাম।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!