তৃনমূল সরকার মা মাটি ও মানুষকেই অপমান করেছে: ইসলামপুরে বললেন বিনোদ শংকর
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৩রা অক্টোবর, ২০১৮: “মা মাটি মানুষের নামে রাজ্যে আসা তৃনমূল সরকার মা মাটি ও মানুষকেই অপমান করেছে। মায়ের কোল শূন্য করে মায়ের নাম কলঙ্কিত করেছে।” দাড়িভিট কান্ডে পুলিশের গুলিতে মৃত ছাত্রদের পরিবারের সাথে দেখা করে আজ রাজ্য সরকার সম্পর্কে এমন তীর্যক মন্তব্য করলেন বিজেপির তপশিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর। তিনি মৃত ছাত্রদের পরিবার ও গ্রামের বাসিন্দাদের সিবিআই তদন্তের সাথে সহমত পোষন করেন এই বিজেপি নেতা৷ এর পাশাপাশি দাড়িভিট কান্ডে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের আইজির অফিসে এই ঘটনার সঠিক তদন্তের দাবীতে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন সর্বভারতীয় এস সি মোর্চার সভাপতি বিনোদ শংকর। এছাড়াও বিনোদ শংকর বলেন, এনআরসির বিরোধিতা করে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সহযোগিতা করে মমতা সরকার মা মাটি মানুষ কারোরই হতে পারেনি। দেশের সুরক্ষার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা খুবই বিপজজনক। তাই এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই আমরা এনআরসি চালু করবো। এদিন ইসলামপুরের দাড়িভিট গ্রামে পুলিশের গুলিতে মৃত ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সাথে দেখা করেন বিজেপির এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর। তার সাথে ছিলেন বিজেপির এস সি মোর্চার রাজ্য সভাপতি অরুন হালদার, রাজ্য বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। মৃত ছাত্রদের পরিবারের সাথে দেখা করার পাশাপাশি বিজেপির এই প্রতিনিধিদল মৃত ছাত্রদের দেহ শ্মশানে যেখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে সেই স্থানেও যান।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)