ইসলামপুরে বিশ্ব প্রবীণ দিবসের অনুষ্ঠানে যোগদান ষাটোর্ধ বর্ষীয়ান মানুষেদের

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২রা অক্টোবর, ২০১৮: বিশ্ব প্রবীণ দিবসের বৈঠকি অনুষ্ঠানে এসে কিছুটা হলেও যেন নস্টালজিক হয়ে পড়লেন আশি থেকে নব্বইয়ের কাছাকাছি অনেকেই। একই শহরে থাকলেও কারোর সাথে কারোর দেখা হলো একদশক কিংবা দুই দশক পর। অতীতের স্মৃতিকে যেন হাতড়ে বেড়ালেন ষাটোর্ধ বর্ষীয়ান মানুষেরা। হাসি, ঠাট্টা, গান, গল্প আর বৈঠকি আড্ডায় রীতিমতো জমজমাট হয়ে উঠলো বিশ্ব প্রবীণ দিবসের অনুষ্ঠান। আয়োজক, ইসলামপুরের “ইষ্টিকুটুম” সাহিত্য পত্রিকা। সোমবার এমনই অভিনব আসর বসেছিল আশ্রমপাড়ার রূপকথা ভবনে। এই বিশেষ দিনের প্রেক্ষাপটে ছিল মত বিনিময় সভাও। অতীতের স্মৃতিকে যেন হাতড়ে বেড়ালেন সবাই। এই বয়সেও অনেকেই যেমন আরও উদ্যমী হইতে চাইছেন তেমনি অনেকেই থাকতে চাইছেন চির নবীন। তবুও বার্ধক্য কি আর বশ মানে। চলে আসে নিভৃতেই। সমস্ত কিছুর বাঁধন যেন ধীরে ধীরে আলগা হয়ে আসে। তাই সেখানে যেন বিমূর্ত ভাবেই উচ্চারিত হলো কিশোর কবির সেই পঙক্তি।”চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রানপনে পৃথিবীর সরাব জঞ্জাল”। এদিন এই বিশেষ দিনে ওই বৈঠকি আড্ডায় উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। কবি নিশিকান্ত সিনহা,ভবেশ দাস, সংগীত শিল্পী অমরেশ চন্দ্র বণিক, নৃত্য শিল্পী শিপ্রা রায়, নাট্য কর্মী শ্যামল নন্দী, মনি শংকর দাস, হিন্দি কবি উমেশ ঝা, আবৃত্তিকার শিশির ঘোষ, ক্রীড়াবিদ অরুন সরকার, চিত্র শিল্পী অসিত পাল, সমাজকর্মী ও লেখক বাণী প্রসাদ নাগ, প্রাক্তন অধ্যক্ষ ও লেখক উতথ্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাদের এদিন ইষ্টিকুটুম পত্রিকার পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি বলেন, একসাথে এতগুলো গুণী বর্ষীয়ান মানুষের সংস্পর্শে এসে তিনি কৃতঞ্জ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জীব বাগচী। তাকে এবং গীতা নন্দীকেও এদিন সম্মানিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী সম্পা শেঠ, মধুমিতা চক্রবর্তী, নাট্যকর্মী গৌতমী সাহু, লেখক অভিজিৎ আচার্য প্রমুখ।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!