এবার কি শ্রীদেবীর চরিত্রে আসতে চলেছেন দীপিকা পাডুকোন?
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, চেন্নাই, ২৭ই জুন, ২০১৮: বলিউডে রিমেকের ধারা বজায় রেখে আবার এক দক্ষিণের প্রযোজক রিমেক বানাতে চলেছে। এবং সেটা ৪০ বছর আগের শ্রীদেবী অভিনিত এক ছবির। প্রয়োজকরা উতসুক্তা বাড়ানোর জন্যে সংবাদ মাধ্যমে ছবির নাম জানাতে চায়নি। তবে সূত্রের মারফৎ শোনা যাচ্ছে এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ শ্রীদেবীর চরিত্রে অভিনয় করতে চলেছে দীপিকা পাডুকোন। বর্তমানে ছবির স্বত্ত্ব কেনার কথা চলছে। এ বিষয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। সংবাদ মাধ্যমকে কারণ হিসেবে তারা জানিয়েছেন এখনও পুরো ছবিটি আলোচনার পর্যায় রয়েছে। তবে নিরমাতারা জানিয়েছেন যে যথা সময়ে সংবাদ মাধ্যমে ছবির ব্যাপারে তারা অবগত করবেন।
Facebook Comments