আফরাজুল হত্যা কাণ্ডের প্রতিবাদে চ্যাংরাবান্দার চৌরঙ্গীতে তৃনমূলের মিছিল
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ১২ই ডিসেম্বর ২০১৭: চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় চৌরঙ্গিতে মালদার আফরাজুল হত্ম্যা কান্ডে বিরাট প্রতিবাদ মিছিল করেন তৃনমুল কর্মিরা, কয়েক শতাধিক তৃনমুল কর্মিরা নিছিকে সামিল হন। মিছিলে নেতৃত্ব দেন ব্লক স্তরের নেতা উদয় রায়। হবিবর রহমান হাসিম আব্দুল হালিম সহ অনেকেই এই মিছিলে যোগদান করেন। অযাচিত ভাবে মিছিল দেখে তৃনমুল কর্মিদের মধ্যে একটা আনন্দের দিশা খুজে পায়, কারন এই ব্লকে এখন পর্যন্ত কোন ব্লক সভাপতি নেই, উদয় বাবু দায়িত্ব নিয়ে মিছিল করায় তৃনমুলের পতাকা দেখেই লোকের ঢল নামে। উদয় বাবু জানান আমরা সংগঠক, নেতা হতে চাই না, মাটির মানুষ তাই মাটির সাথে মিশে থাকি বলে লোক আমাদের ডাকে সারা দেয়।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments