নিউইয়র্ক এর বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ, এক বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাডেস্ক, টী.এন.আই নিউইয়র্ক, ১১ই ডিসেম্বর ২০১৭:  আজ একটি বাস টার্মিনালে বিস্ফোরণ আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে। বিস্ফোরণের স্থানীয় সময় সোমবার সকালে  সাড়ে ৭টা নাগাদ। ঘটনায় বিস্ফোরণকারী সহ ৫ জন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক যার নাম আকায়েদ উল্লা ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এন.ওয়াই.পি.ডি)। এক টুইট বার্তায় এন.ওয়াই.পি.ডি জানিয়েছে, বিস্ফোরণ স্থল ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউয়ের ৪২নম্বর রোডে। ওই এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। এন.ওয়াই.পি.ডি সুত্রে আরও জানা যায় বিস্ফোরণকারী যুবকের সারা শরীরে তার ও পাইপ বাধা ছিল। পুরো ডিভাইসটিতে হটাৎ করে আংশিক ভাবে বিস্ফোরণ ঘটে যায়। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পরে। যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!