জো বাইডেন এর জয় বিশ্ব রাজনীতির নয়া সমীকরণের ইঙ্গিত

ডঃ কৌশিক ঘোষ

সদ্য সমাপ্ত আমেরিকার প্রেসিডেন্ট নিরবাচনে জো বাইডেন এর জয় সামনের দিনে এক নতুন বিশ্ব সমীকরনের জন্ম দিতে পারে। নতুন এই সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একদিকে চলে যেতে পারে এবং আরেকদিকে সংযুক্ত যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত সহ অন্যান্য দেশগুলো আরেকটি জোট তৈরি করতে পারে। কারন বারাক ওবামার আমলে জো বাইডেন যখন উপরাষ্ট্রপতি ছিলেন তখন থেকেই তাঁর সাথে চীনের সরকারের একটা সদ্ভাব লক্ষ্য করা গিয়েছিল। এই অতিমারী উত্তর পরিস্থিতিতে চীন যেখানে ভীষণভাবে চাপে রয়েছে বিশ্বের সব বৃহৎ শক্তিগুলোর থেকে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বদল চীনকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। আর এরকম নতুন সমীকরন যদি সত্যি হয় তাহলে ১৯৯১ সালের দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার পতন ঘটবার পর এই প্রথম আন্তর্জাতিক রাজনীতি এতটা বর্ণময় হোয়ে উঠবে।

# লেখক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাস্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!