ইসলামপুরে সোমেন মিত্রের হাত ধরে তৃনমূলের কাইজার চৌধুরী চলে এলেন কংগ্রেসে

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৮ই নভেম্বর, ২০১৮: “চোপড়ার এই সভা প্রতিবাদ সভা নয় ধিক্কার সভা বলা ভালো হতো” চোপড়ার দাসপাড়া ফুটবল ময়দানে গতকাল অর্থাৎ শনিবার কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এছাড়াও এদিন সোমেন মিত্র বলেন, চোপড়ার দলীয় কর্মীদের সংগঠিত প্রতিরোধ আগামী দিনে বাংলার কংগ্রেসকে পথ দেখাবে। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে শাসকদলের সন্ত্রাসে চোপড়ার নিহত দলীয় কর্মী সমীর ও সমীর উদ্দিন এর পরিবারের সদস্যদের নিয়ে আগামীকাল দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সাথে সুবিচারের আশায় সাক্ষাৎ করবেন। পাশাপাশি ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রের ঘটনার সিবিআই তদন্তের দাবিও রাজ্যপালের কাছে জানাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখার্জি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথ নাথ রায়, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুন গোগোই, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ একঝাঁক কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে একক শক্তিতেই পশ্চিমবঙ্গের লোকসভা প্রার্থীদের জয়ী করে দিল্লি থেকে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করে দেবার লক্ষ্যে বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। শাসকদলের যে কোনো রকমের সন্ত্রাসের প্রতিরোধ গড়ে তোলার জন্য চোপড়ার দলীয় কর্মীদের সালাম জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও এদিনের সভায় তৃণমূল কংগ্রেস থেকে আসা ইসলামপুরের সুনামধন্য আইনজীবী কাইজার চৌধুরী সহ তিনজন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসের যোগ দেন।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!