প্রাইমারী শিক্ষকদের সংগঠন রাজ্যের বিধায়কদের তাদের বেতন বঞ্চনার কথা জানালো
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই নভেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকেরা দীর্ঘদিন থেকেই নানান সমস্যায় জর্জরিত। কখনো বা পি.টি.টি জট তো কখনো টেট জট, কখনও বা নির্বাচন কমিশনের কাজের চাপ তো কখনও বা মিড ডে মিলের চাপ। সমস্যা যেন কোন মতেই প্রাথমিক শিক্ষকদের পিছু ছাড়তে চাইছে না। এর মধ্যেই রয়েছে দীর্ঘদিন থেকে প্রাথমিকে বেতন বঞ্চনার অভিযোগ। এন.সি.টি.ই এর নিয়মবলে বহু দিন থেকেই শিক্ষকদের যোগ্যতা হয়ে গেছে সর্বভারতীয় মানের। অর্থাৎ উচ্চমাধ্যমিক এ ৫০% নম্বর ও ২ বছরের ডিএলএড। অথচ এখনো তারা বেতন পাচ্ছে মাধ্যমিক যোগ্যতার। এমনকি সরকারি বেতন পোর্টালেও তাদের যোগ্যতা করে রাখা হয়েছে মাধ্যমিক। এক প্রেস রিলেজের মাধ্যমে টি.এন.আই কে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানান যে গত এক বছর থেকে তারা সোচ্চার হয়েছে প্রাইমারী টিচারদের জন্যে পি.আর.টি স্কেলের দাবীতে। যুক্তি হিসেবে তারা জানান যে কেন্দ্র সহ প্রায় সবকটি রাজ্যেই ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতনকাঠামো হল – ৯৩০০-৩৪৮০০ ও গ্রেড পে ৪২০০। অথচ কেবলমাত্র পশ্চিমবঙ্গে এটি ৫৪০০-২৫২০০ ও গ্রেড পে ২৬০০। অন্যদিকে পশ্চিমবঙ্গে একজন পৌরসভা ড্রাইভার ও প্রাথমিক শিক্ষকের মাসিক বেতন একই। এই প্রেস রিলিজে এও বলা হয়েছে যে কেন্দ্রের ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী এই রাজ্যের সমস্ত বেতনকাঠামো মানা হলেও ব্যতিক্রম একমাত্র প্রাথমিকে। একজন প্রাথমিক শিক্ষক সেন্ট্রাল এর ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে ১০৯৪৯ টাকা কম বেতন পান। সপ্তম বেতন কমিশনের অনুযায়ী তার অঙ্ক এর থেকেও বৃহৎ। উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও জানান যে তারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ অর্থাৎ ১৭/১১/১৮ পশ্চিমবঙ্গের সকল সাংসদ ও বিধায়কদের তথ্যসহ বেতন বঞ্চনার কথা চিঠির মাধ্যমে জানিয়েছেন। অ্যাসোসিয়েশন আশা করছে যে আগামী বিধানসভায় এই দাবি নিয়ে বিধায়করা সরব হবেন।
সংবাদচিত্র