পেট্রপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই জুলাই, ২০২১: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শিলিগুড়ি টাউন কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির হাসমী চকে। এই প্রতিবাদ কর্মসূচির উদ্দ্যেশ্য ছিল খনিজ তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি। ইতিমধ্যেই বর্তমানে পেট্রলের দাম ১০০ টাকার উর্ধ্বে চলে গিয়েছে। ডিজেলের দাম ১০০ টাকা ছুঁইছুঁই করছে। এর ফলে  নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই ইস্যু কে সামনে রেখে সারা রাজ্য জুড়ে তৃনমূল কংগ্রেসের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। শিলিগুড়ির এই প্রতিবাদ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন শিলিগুড়ি তৃনমূল কংগ্রেসের বহু ডাকসাইটে নেতা। এর মধ্যে ছিলেন শ্রী মদন ভট্টাচার্জ, শ্রী বেদব্রত দত্ত, প্রবীণ নেতা শ্রী প্রতুল চক্রবর্তী, শ্রী বিকাশ সরকার, শ্রী সঞ্জয় পাঠক প্রমুখ। তবে অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই আসেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক শ্রী গৌতম দেব।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!