ইসলামপুরে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে হারিয়ে যাওয়া শিশুদের ক্রীড়াকে ফিরিয়ে আনতে উদ্যোগী হলো শিক্ষকরা
সুশান্ত নন্দী (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ২০শে ডিসেম্বর ২০১৭: হারিয়ে যাওয়া বিভিন্ন ক্রীড়াকে প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী বর্ষে উপহার দিল শিক্ষকরা।ইসলামপুর দক্ষিণ চক্রের তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপনে ছিল এমনই চমক। সোমবার মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে শতাধিক খুদে পড়ুয়াদের নিয়ে বসেছিল এমনই আসর।চারদিন ব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদায়ী ও নবাগত বিদ্যালয় পরিদর্শক যথাক্রমে অক্ষয় ভট্টাচার্য্য ও বেলাল আহমেদ। শিক্ষার পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য এই ধরনের অনুষ্ঠান করা উচিত বলে মনে করছেন তারা। শিক্ষার সঙ্গে খেলাধুলার গুরুত্ত্বকেও তুলে ধরেন তারা। এদিন অভিনব ক্রীড়ানুষ্ঠানের মধ্যে ছিল পড়ুয়াদের বস্তা দৌড়। অভিভাবকদের পাশাপাশি অনুষ্ঠানের অতিথীরাও সেই খেলা দেখে যেন নস্টালজিক হয়ে পড়েন।
এদিন ছিল মার্বেল দৌড়।দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা মুখে চামচের মধ্যে মার্বেল রেখে দৌড়ালো। ছিল একশো মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার সহ একাধিক প্রতিযোগিতা। সেসব বেশ তাড়িয়ে তাড়িয়ে যেন অনুভব করলেন কয়েক শতাধিক গ্রামবাসী।মনের মণিকোঠায় জমে থাকা শৈশবকে যেন এভাবেই ফিরে পেলেন তারা। ক্রীড়ানুষ্ঠানের পর সফল প্রতিযোগীদের পুরুস্কৃত করা হয় বিদ্যালয়ের তরফে। বিদ্যালয়ের শিক্ষক তথা উৎসব পরিচালন কমিটির আহ্বায়ক কল্যাণ পাল জানান, ১৯৬৭ সালে এলাকার শিক্ষা বিস্তারের ভাবনা নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয়। চলতি বছর ওই শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশ বছরে পা দিল। তাই ওই সুবর্ণ জয়ন্তী বর্ষ কে সামনে রেখে চারদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এই উপলক্ষে রয়েছে যাদু প্রদর্শনী, শিশু চলচিত্র প্রদর্শন এবং নিশুল্ক চক্ষু পরীক্ষা শিবির। এই অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের মধ্যে যেন উৎসবের আমেজ।এই অনুষ্ঠান উপলক্ষে শিশুদের মিডডে মিল এও থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি তথা শিক্ষাবন্ধু ওয়ালিউর রহমান, প্রধান শিক্ষক সুশান্ত নন্দী, শিক্ষক শম্ভু দাস,রমজান আলি, ফতেমা বেগম প্রমুখ।
ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)