গোয়ালপোখরে গ্রামবাসীকে গুম করে দেওয়ার অভিযোগ বি.এস.এফ এর বিরুদ্ধে
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ২৩শে ডিসেম্বর, ২০১৮: গোয়ালপোখরের ভারত-বাংলাদেশ সীমান্তে কোঁকড়াদহ এলাকায় নিখোঁজ গ্রামবাসীর উদ্ধারের দাবিতে উত্তেজনা ছড়িয়েছে। নিখোঁজ বাসিন্দার উদ্ধারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে গোয়ালপোখরের কোকরাদহে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। নিখোজ গ্রামবাসির পরিবার সহ গ্রামবাসিরাও অবরোধ বিক্ষোভে সামিল হয়েছে।ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার কোকড়াদহ সীমান্ত পেরিয়ে আব্দুল মালিক নামে এক ব্যাক্তি নিজ জমিতে চাষ করতে যাবার সময় বিএসএফ তাকে আটক করে বলে অভিযোগ।গতকাল বিএসএফ তাকে আটক করলেও আজ পর্যন্ত তার কোন হদিশ করা যায় নি বলে অভিযোগ। অবিলম্বে নিখোজ আব্দুলকে ফিরিয়ে দেবার দাবিতে পরিবারের লোক সহ গ্রামবাসিরা গোয়ালিন গ্রামে বর্ডার রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, সীমান্তের বাসিন্দাদের কাঁটা তারের ওপরেও জমি রয়েছে। সেই জমিতে তাঁরা কৃষিকাজ করতে গেলে বাংলাদেশিরা তাদের সাথে কথা বললে ওই বাসিন্দা কি করবে। ওই ঘটনা নিয়ে গতকাল থেকে আব্দুল মালিককে আটক করে রেখেছে বিএসএফ। এখনও আব্দুল মালিকের কোনও খোঁজ নেই। আব্দুলকে না পাওয়া পর্যন্ত গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনার বিষয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)