সুকনার মহানন্দা অভয়ারণ্য এলাকায় বিনা মুল্যে গ্যাস বিতরণ করা হল

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮: গতকাল প্রধানমন্ত্রীর উজালা পরিকল্পনার মাধ্যমে শিলিগুড়ির অদূরে মহানন্দা অভারন্য সুখনা এন.আই.সি’র সভা ঘরে এই এলাকার ৭টি ফরেস্ট গ্রামের ১৪০টি পরিবার কে বিনা মুল্যে গ্যাসের সংযোগ এবং এল.পি.জি উনুন প্রদান করা হয়। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই গ্যাসের সংযোগ পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের চিফ কনজারভেটর অফ ফরেস্ট (নর্থ) শ্রী এম.আর ভালোচ, ডিভিশানাল ফরেস্ট অফিসার (দার্জিলিং) শ্রী ধর্অয়ারদেন্‌ সুকনা রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ অয়ারডেন শ্রী জয়ন্ত মণ্ডল। এছারাও ছিলেন দার্জিলিং ফরেস্ট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি ভাল ভাবে সম্পন্ন হয়।

ছবিঃ বন বিভাগ, সুকনা

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!