নাম ঘোষণার পরেই মেখলিগঞ্জের বিজেপি শিবিরে বাধ ভাঙা উল্লাস
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলিগঞ্জ, ১৪ই মার্চ, ২০২১: আজ দুপুরে বহু প্রতীক্ষিত বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা। প্রত্যাশা মত এবার মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী হলেন শ্রী দধিরাম রায়। প্রার্থী ঘোষণার পরেই দধিরাম রায়ের সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। দেখা যায় মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্থীকে মালা পড়িয়ে অভিনন্দন করে বহু বিজেপি সমর্থক। তৃনমূল পার্থীকে পরাজিত করে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিশ্চিত জয়ী হবেন আশাবাদী বিজেপি প্রার্থী শ্রী দধিরাম রায়ের৷ রবিবার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রী দধিরাম রায়ের নাম ঘোষণার পরই এলাকায় আরও কর্মী – সমর্থকরা নিজেদের মধ্যে অভিনন্দন জানান৷ উল্লাসেও মেতে উঠেন৷
টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)
Facebook Comments