শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ৩৪তম রাজ্য মাষ্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে ডিসেম্বর, ২০১৮: গতকাল থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে শুরু হয় মাষ্টার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া (শিলিগুড়ি শাখা) দ্বারা আয়োজিত ৩৪তম রাজ্য মাষ্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। রাজ্য স্তরে ভেটেরান্স অর্থাৎ বয়জ্যেষ্ঠ ক্রীড়াবিদেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব শ্রী অরূপরতন ঘোষ এই খেলার উদ্বোধন করেন। এছারাও উদ্বোধনি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শ্রী নান্টু পাল এবং শ্রী বিকাশ সরকার মহাশয়। সংবাদ মাধ্যম মাষ্টার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া (শিলিগুড়ি শাখা)’র সদস্য শ্রী বিদ্যুত বসাকের থেকে জানতে পারেন সারা রাজ্য জুড়ে অন্তত ৪৫০জন বয়স্ক এবং অবসরপ্রাপ্ত ক্রিরাবিদ এই খেলায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেন ৭০+ শ্রীমতী মঞ্জুশ্রী চক্রবর্তী। তিনি তার সময়ে অনেক জাতীয় ও আন্তর্জাতিক ক্রিয়া সম্মান লাভ করেছিলেন। শ্রী বসাক আরও জানান যে মোট ৩৪টি ইভেন্ট হয়েছে এই খেলায় যার মধ্যে হাঁটা, শটপুট, দৌর, হা-জাম্প, লং-জাম্প, টি-জাম্প, ডিসকাস থ্রো ইত্যাদি সামিল।
ছবি: আর.সুব্রত (টি.এন.আই)