গোয়ালপোখরে সিপিএম, কংগ্রেস ছেড়ে নির্বাচিত প্রতিনিধিরা শাসকদলে

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ২৩শে ডিসেম্বর, ২০১৮: সিপিএম-কংগ্রেস ছেড়ে নির্বাচিত প্রতিনিধি সহ সহস্রাধিক কর্মী-সমর্থকের শাসকদল তৃণমূলে যোগদানে চাঙ্গা দলীয় শিবির। জানা গিয়েছে, শনিবার গোয়ালপোখরের নন্দঝাড়ে পোখরিয়া গ্রাম পঞ্চায়েত পরিচালিত দলীয় সভায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিতিতে সিপিএম-কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা তৃণমূলে যোগদান করলেন। পাশাপাশি প্রায় এক হাজার কর্মী-সমর্থকরা এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে, পোখরিয়া অঞ্চল সভাপতি কংগ্রেসের নৌসাদ আলম নুরী, প্রাক্তন অঞ্চল সভাপতি কংগ্রেসের কামালউদ্দিন, লারুখোয়া সংসদের বর্তমান সদস্য কংগ্রেসের ইব্রাহিম, গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য কংগ্রেসের জাহির আলম এবং দেওনা – ১ সংসদের বর্তমান সদস্য সিপিএমের অলকেস আলী সহ সহস্রাধিক অনুগামীরা এদিন মন্ত্রী রব্বানীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই যোগদান স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরকে উজ্জীবিত করবে। এছাড়াও এদিন পোখরিয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি পদের দায়িত্ত্বভার মুস্তাকিমের হাতে অর্পণ করেন খোদ মন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও এদিনের দলীয় সভায় হাজির ছিলেন রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান নাসিম এহেসান, জেলা পরিষদ সদস্যা মামণি পোদ্দার, গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাব্বির হুসেন সহ অন্যান্য দলীয় নেতৃত্ত।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!