চ্যাংড়াবান্দা গার্লস স্কুল চত্তর পন্যবাহী ট্রাকের অবৈধ ট্রাক স্ট্যান্ড

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চ্যাংড়াবান্দা ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: স্কুল চলাকালীন অবস্থায় চ্যাংড়াবান্দা বাণিজ্য কেন্দ্রের পন্যবাহী ট্রাকের অবৈধ পার্কিং জোন চ্যাংড়াবান্দা গার্লস স্কুল চত্তর, আতঙ্কে ছাত্রীরা, চুপচাপ প্রশাসন৷ বাণিজ্য কেন্দ্রের প্রভাবশালী ব্যবসায়ীদের এই অবৈধ পার্কিং রুখতে কোন ব্যবস্থাই নেই প্রশাসনের এমনটাই অভিযোগ চ্যাংড়াবান্দাবাসীদের৷ জানা যায়, অনান্য দিনের মত আজও স্কুল ক্লাস চলাকালীন স্কুল মাঠে কুড়ি – পঁচিশটি পণ্যবাহী ট্রাককে দ্রুত গতিতে পার্কিং করানো হয়৷ ভারত ও বাংলাদেশে এই বাণিজ্য কেন্দ্রের সার্ক রোড সংলগ্ন চাঙ্গারাবান্ধা জুনিয়র গার্লস স্কুলের এই করুন পরিণতি বিষয়ে মেখলিগঞ্জ বি.ডি.ও শ্রী বিরূপাক্ষ মিত্র জানান – বিষয়টি সম্পর্কে কেউ অভিযোগ জানাননি, তবে খোজ নিয়ে দেখে এমন ঘটনা পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন৷ এই বিদ্যালয়টি পরিকাঠামোগত সমস্যা দীর্ঘ দিনের, মূল সমস্যা চারপাশে নেই সীমানা ওয়াল, তাই স্কুল চলাকালীন অবৈধ পণ্যবাহী ট্রাক পার্কিং নিত্য দিনের ঘটনা, এমনকি স্কুল চলাকালীন স্কুলের শৌচাগার ব্যবহার করেন ট্রাকচালকরা, ফলে স্কুলছাত্রীরা আতঙ্কে ভোগেন, কোনক্রমে ক্লাস এর ভিতরে কাটাতে হয় তাদের৷ নিরপত্তার প্রশ্নে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সুবর্ণা সরকার৷ তিনি জানান একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্কুলের উন্নয়নে ও সমস্যার কথা জানালেও সমাধান হচেছ না। দিনের পরদিন স্কুল প্রাচীর না থাকায় পড়ুয়া সহ শিক্ষিকারাও আতঙ্কে কাটান। এই বিষয়ে আরও একবার বি.ডি.ও শ্রী বিরূপক্ষ মিত্র এবং মেখলিগঞ্জ থানার কাছে যাবেন, সমস্যার কথা লিখিত ভাবে তুলে ধরবেন৷ অন্যদিকে, কোচবিহার জেলার স্পর্শকাতর এলাকা চাঙ্গারাবান্ধা, অপ্রীতিকর ঘটনার সর্গরাজ্য এই এলাকা শ্লীলতাহানি থেকে শুরু করে গোরু পাচার, সোনা, হীরা পাচার ঘটনার কেন্দ্র ভূমি, যা নিয়ে জেলা পুলিশ সুপার সহ জেলা শাসক এর কড়া নির্দেশ রয়েছে যাতে কোন রূপে অপ্রীতিকর ঘটনা না ঘটে৷ প্রসঙ্গত এমন সমাজিক দিক দিয়ে এমন দুর্গম এবং বিপদ সংকট এলাকায় একটা বালিকা বিদ্যালয়ের প্রাচীর না থাকলে ঘটতে পারে বিপদ – এমনি আশঙ্কা প্রকাশ করছেন সমাজের বিশিষ্ট বেক্তিরা৷ এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর শ্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে স্কুলের সমস্যার কথা তুলে ধরতে চান – মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস শিবির এর প্রতিনিধি শ্রী উদয় রায় এবং বিষয়টি নিয়ে সর্বসশিক্ষা মিশন, জেলা শাসক, এবং বি.ডি.ও দপ্তরে যাবেন মেখলিগঞ্জ বিজেপি সেল এমনটাই জানান বিজেপি নেতা শ্রী দধিরাম রায়৷ অন্যদিকে, মেখলিগঞ্জ থানা থেকে জানানো হয় – স্কুল চত্তরে অবৈধ পার্কিং সহ অপ্রতিকর কোন বিষয় থাকলে ওনাদের জানালে ওনারা কড়া ব্যবস্থা নেবো, এবং সেই জন্য মেখলীগঞ্জ থানা সর্বদাই প্রস্তুত৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!