করোনাকালে ইস্কন শিলিগুড়ির রথ টানতে পারবেন না ভক্তরা, তবে লাইভ দেখবেন ফেসবুকে
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই জুলাই, ২০২১: আগামী ১২ই জুলাই পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা। গত বছরের মত এবারো বর্তমানে করোনা পরিস্থিতি সংকটজনক তাই এবারো ধুমধাম করে রথ যাত্রা পালন করা হবে না আম জনতার তথা শিলিগুড়িবাসীর। বর্তমান করোনার পরিস্থিতির কথা মাথা রেখে ইস্কন শিলিগুড়ির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এবারের রথ যাত্রা রাস্তায় বের করা হবে না। ইস্কন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক শ্রী নাম কৃষ্ণ দাস টিএনআই কে জানান “আগামী ১২ই জুলাই সকাল ১১টায় শাস্ত্রীয় রীতি নিয়ম এবং করোনার বিধিনিষেধ মেনে মন্দিরের আবাসিক ভক্ত, প্রশাসনিক ব্যাক্তিত্ব, সংবাদ প্রতিনিধি ও সীমিত আমন্ত্রিত বিশিষ্ট জনের উপস্থিতিতেই হবে এই ভব্য রথযাত্রা মহোৎসব”। তিনি আরো জানান “তিনটি রথের পরিবর্তে এবার একটি রথেই শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা সুদর্শন চক্র সহ আরোহণ করবেন। এবার থাকছেনা ভক্তদের রথ টানার সুযোগও। তবে উপস্থিত সকল সংবাদ মাধ্যম এবং ইস্কন শিলিগুড়ি আপডেট নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে লাইভ প্রসারণ করা হবে এই রথ যাত্রা। এর মাধ্যমে ভক্তরা দর্শন করতে পারবেন। উল্লেখ্য এই রথ যাত্রায় ইস্কন মন্দির চত্তরে একসাথে ৫০ জনের বেশি প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা। বিকাল ৩ টা থেকে রাত ৮টা থাকবে দর্শন ও বিশেষ পূজার ব্যাবস্থা”।
ছবি: সংবাদচিত্র