ইসলামপুরে বসেছিল শারদীয়ার অষ্টমী বৈঠকি আড্ডা
সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২২শে অক্টোবর, ২০১৮: অষ্টমীর বৈঠকি আড্ডা বসেছিল বুধবার অফিসার্স রিক্রিয়েশন ক্লাবে। আয়োজক একমুঠো রোদ্দুর, দলছুট এবং পর্যাস সাহিত্য পত্রিকা। উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন শ্রেয়শ্রী সাহা। এদিন আনুষ্ঠানিক ভাবে তিনটি পত্রিকা ও প্রচ্ছদ উন্ন্মোচন হয়।বিহার বাংলা সমিতির তরফে উপস্থিত হয়ে আশীষ ঘোষ দুই রাজ্যের মধ্যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার বিষয়টি তুলে ধরেন। অমরেশ বনিকের স্বরচিত গানের সাথে তবলায় সঙ্গত করেন শম্ভু দত্ত। সংগীতে ছিলেন স্বপ্না উপাধ্যায়। স্বরচিত কবিতা শোনান জয়ন্তী মন্ডল, কথিকা সিনহা, ভবেশ দাস, অপর্ণা মন্ডল, মিঠুন দত্ত গল্পপাঠে আবীরা সেনগুপ্ত। আবৃত্তিতে মঞ্জুরী পাল ধর ও শ্রেয়সী দাস। কবিতা পাঠে অংশ নেন অরুন সিনহা। আলোচনায় অংশ নেন বিবেকানন্দ বর্মন, নিশিকান্ত সিনহা, শিপ্রা রায়, ডাঃ বিনয় ভূষণ বেরা ও অন্তিম গুহ। এর মাঝেই আদিবাসী শিল্পীদের দল ধামসা মাদল নিয়ে প্রবেশ করে মুক্ত মঞ্চে। লেখক গোষ্ঠীর সঙ্গে তাল ছন্দে যেন এক অভূতপূর্ব মেলবন্ধন গড়ে ওঠে তাদের সঙ্গে। অনুষ্ঠান সঞ্চালনায় প্রসূন সিকদার।
ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)