কলকাতায় সম্মানিত হলেন উত্তরের সৃজন সেনা রোপ আক্তার আহমেদ

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ১০ই অক্টোবর, ২০১৮: গত ২রা অক্টোবর কলকাতায় যাদবপুর সংলগ্ন “সূর্যসেন মঞ্চে” অনুষ্ঠিত “ভারত-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক কবিতা উৎসব-২০১৮ তে চিত্রনাট্য কার হিসেবে বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন উত্তরের সৃজন সেনা রোপ আক্তার আহমেদ। এই অনুষ্ঠানটি “বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি” ও “যুথিকা সাহিত্য পত্রিকা” সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হল। বিশ্বের আমেরিকা, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও বিভিন্ন রাজ্যে থেকে আসা প্রায় ২০০ জন কবি সাহিত্যিক‌ ও সাহিত্য সংস্কৃতিক প্রতিনিধি এতে অংশগ্ৰহন করবেন। এই অনুষ্ঠানে কবিতা পাঠ, উপাধি প্রদান সহ ছিল একাধিক কর্মসূচি।। অনুষ্ঠানটিতে একটি অপ্রকাশিত এবং বহুল চর্চিত সামাজিক ডাইনি কুপ্রথার বিরুদ্ধে কাজ করা সাদ্রি ও হিন্দি ভাষায় নির্মিত আদিবাসী জনজাতিদের উল্লেখযোগ্য চলচ্চিত্র “আর ফিল্ম প্রোডাকশনের নিবেদন” এবং রোপ আক্তার আহমেদ পরিচালিত “ডাইনি” প্রদর্শিত হয়। এই ছবির চিত্রনাট্যের জন্য ওই অনুষ্ঠানে উনি “কাব্য সুধাকর” সম্মাননায়  ভূষিত হলেন।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!