সোনা জয়ের পর প্রথম উত্তরবঙ্গে স্বপ্না বর্মণের পদার্পণ, সংবর্ধনায় আপ্লুত স্বপ্না

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: আজ মহা ধুমধাম করে শহর শিলিগুড়ির বুকে পা রাখলেন উত্তরবঙ্গের গর্ব এসিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ। প্রথমে বাগডোগড়া বিমান বন্দরে ভক্তদের ভিড়ে একটু নাকাল হতে হয় তাকে এবং তার নিরাপত্তা রক্ষীদের। তবে শহরে আসার আগে সোজা চলে যান শিলিগুড়ির থেকে অদূরে ঠিকনিকাটায় অনুষ্ঠানরত কামতাপুর ভাষা অ্যাকাডেমির এক অনুষ্ঠানে। সেখানে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এবং তার সাথে দেওয়া হয় ১ লক্ষ টাকার সাম্মানিক। শহরে এসেই স্বপ্না সোজা চলে আসে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে (এস.জে.সি) প্রথমে ক্লাবের সম্বর্ধনা এবং পরে এক সাংবাদিক বৈঠকের জন্যে। সোনা জয়ী স্বপ্না বর্মণের হাতে এস.জে.সি’র তরফ থেকে একটি স্মারক তুলে দেওয়া হয়। স্মারকটি তুলে দেয় ক্লাব সেক্রেটারি শ্রী অংশুমান চক্রবর্তী মহাশয়। সাংবাদিক বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন স্বপ্না। এরপরেই তিনি রওনা দেন নিজের বাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে তিনি বলে যান যে এসিয়াডের মেডেল তিনি তার মা এবং বাবা কে তুলে দিতে চান। যদিও আজ তিনি জলপাইগুড়ি চলে যান তবে আগামীকাল স্বপ্নার আবার শিলিগুড়ি আসা প্রায় নিশ্চিত। কারন আগামীকাল শিলিগুড়ির সিটি সেন্টারে এবং লায়ন্স আই হসপিটালে দুটো সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাবের শ্রী করন বাজলা এই খবর সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!