দারিভীট কান্ডকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার ভাবনা ভারতীয় মানবাধিকার রক্ষা পরিষদের
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: “পুলিশি অত্যাচারে গ্রামছাড়া অনেক মহিলা, পুলিশ মহিলাদের খুঁজছে “ইসলামপুরের দারিভিটে এসে এমনই মন্তব্য করলেন ভারতীয় মানবাধিকার রক্ষা পরিষদের উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক সম্পাদক গৌতম বর্ধন। গৌতমবাবু বলেন, দুই ছাত্রের প্রাণ যাওয়াটা অমানবিক। ঘটনার সমস্ত তথ্য আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাধারণ সম্পাদক অম্বুজ শর্মার কাছে পাঠাচ্ছি। পাশাপাশি সংশ্লিস্ট বিষয়ে দুই ছাত্রের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আমাদের ফোরামের কাছেও আবেদন জানাবো। এছাড়াও মহিলাদের উপর অত্যাচারের বিষয়েও সমস্ত রিপোর্ট আমরা ন্যাশনাল ওমেন কমিশনের মেম্বার সেক্রেটারি ডঃ সৎভীর বেদীর কাছেও পাঠাবো। এছাড়াও এদিন উত্তরবঙ্গ আঞ্চলিক সত্যরঞ্জন বিশ্বাস, স্বরূপানন্দ বৈদ্য সহ ৯ সদস্যের প্রতিনিধি দল দারিভিটে মৃত দুই ছাত্রের বাড়িতে পৌঁছে পরিষদের সমবেদনা পত্র পাঠ করেন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)