ভস্মিভূত হয়ে গেল কোচবিহার ২নম্বর ব্লকের পুন্ডিবাড়ী বাজার

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২২শে জানুয়ারি ২০১৮: আজ কোচবিহার ২নম্বর ব্লকের পুন্ডিবাড়ী বাজারে আগুন লাগে। কোচবিহার ছাড়াও ফালাকাটা ও আলিপুরদুয়ার থেকে আসা ৫টি ইঞ্জিন ৩ঘন্টার চেষ্ঠায় আগুন আয়ত্বে আনলেও ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি। ঘটনা খবর পেয়ে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। জানা গিয়েছে সোমবার ভোরে প্রাতঃ ভ্রমন, করতে গিয়ে বাজারের একটি দর্জির দোকানে প্রথম আগুন দেখতে পান স্থানিয় বাসিন্দা মহম্মদ রেজ্জাক। মুহুর্তের মধ্য আগুন গ্রাস করতে থাকে পার্শ্ববর্তী দোকানগুলি। কোচবিহার থেকে দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও, জলের অভাবে আগুনের লেলিহানশীখার কাছে হার মানতে হয় দমকল কর্মীদের। এরপর ফালাকাটা ও আলিপুরদুয়ার থেকে আরো ৩টি ইঞ্জিন ছুটে আসে।

পুন্ডিবাড়ী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সীমা দাস বলেন  “মুহূর্তের মধ্যে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পরি, কারন জলের অভাবে দমকল কর্মীদের অসহায় রূপ স্পষ্ট হয়ে ওঠে, অন্য জেলা থেকে দমকলের আরো ইঞ্জিন না এলে, আগুন পুরো এলাকায় ছড়িয়ে পরার সম্ভাবনা ছিল”। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, এলাকায় পঞ্চায়েত সমিতির একটি জলাশয় থাকলেও বেআইনি ভাবে দখল করে তা কার্যত ভরাট করে ফেলা হয়েছে, আর সেই কারনে জলের অভাবে আগুন আয়ত্বে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার প্রাথমিক কারন সটসার্কিট মনে করা হলেও, পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখবে জেলা দমকল দপ্তর।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!