রাজ্যের এডিজি – আইনশৃঙ্খলা পদে এলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার জগমোহন
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ২৭শে ফেব্রুয়ারি, ২০২১: শুরু হয়ে গেল কাটাচেরা। ২৪ ঘণ্টাও পেড়োলো না সরিয়ে দেওয়া হল কমিশন।রাজ্য পুলিশের এডিজি-আইনশৃঙ্খলার পদ থেকে জাভেদ সামিমকে। এই বড়সড় পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন। সামিম এর জায়গায় নিয়ে আসা হল দমকলের ডিজি তথা আইপিএস অফিসার জগমোহন কে। এর আগে এই পদে ছিলেন বিতর্কিত পুলিশ অফিসার জ্ঞানবন্ত সিং। নির্বাচন কমিশনের এই ঝটপট বদলির সিদ্ধান্ত কে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে বারবার বিরোধীরা অভিযোগ করছিল। এর কারনেই বিভিন্ন দিক বিবেচনা করে এবং পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, শ্রী জগমোহন হলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার।
ছবি: ফাইল চিত্র
Facebook Comments