ডিজেল ভেজালিকরনের অভিযোগ ইন্ডিয়ান ওয়েল মেখলিগঞ্জ পেট্রল পাম্পের বিরুদ্ধে

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ৩১শে ডিসেম্বর ২০১৭: ফের এক বিতর্কে জড়ালো মেখলিগঞ্জ পেট্রোল পাম্প৷ অভিযোগ – ডিজেল বিক্রির সময় নির্গত ডিজেল এ কেরোসিন মেশানো ছিল বলে মেখলিগঞ্জ থানায় এক বেক্তি৷ অভিযোকারী বেক্তীর নাম শ্রী বিজয় কুমার৷ জানা যায় অভিযোগ পেয়ে মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে৷ তদন্তের জন্য দুই জন পাম্প কর্মীকে পুলিশ নিয়ে যায়৷

জানা যায় – পেট্রল পাম্প এর এমন অনিয়ম এ এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখান, এমনকি তদন্ত না হওয়া পর্যন্ত পাম্প বন্ধ করে দেয়া হয় বলে জানা যায়৷ উল্লেখ্য যে এর আগে এই পাম্প বিরুদ্ধে টাকার অংকে কম তেল দেয়া হয় এমন অভিযোগ তোলেন শ্রী বাংলা ঘোষ নামে এক অ্যাম্বুল্যান্স চালক৷ এবারের অভিযোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা যায়৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!