মাধ্যমিক পরীক্ষার্থীর ডেঙ্গু হয়েছে মানতে নারাজ স্বাস্থ্য দপ্তর, কুচবিহারের ঘটনা
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৫ই মার্চ ২০১৮: ডেঙ্গু হয়েছে ছাত্রীর পরিবারের দাবী মানতে নারাজ স্বাস্থ্য দপ্তর, তবে সব ধরনের পরীক্ষার দায়িত্ব নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা যায় মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রিয়া রায় বুধবার ভূগোল পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরে। কোচবিহার ২ নম্বর ব্লকের মরিচবাড়ী স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রিয়ার সিট পড়েছিল খোলটা হাই স্কুলে।
তাকে কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হলে, ওই ছাত্রীর পরিবারের লোকের দাবি তার ডেঙ্গু ধরা পড়েছে, যদিও জেলা স্বাস্থ্য দপ্তর তা মানতে নারাজ। তবে তার ডেঙ্গু হয়েছে কিনা তা জানতে ওই ছাত্রীর এনএস ১ সহ সব ধরনের পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। আগামী পরীক্ষা গুলো দিতে পারবে কিনা তা নিয়েই দুঃশ্চিন্তার মধ্যে রয়েছে সুপ্রিয়া ও তার পরিবারের লোকজন।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)