অঙ্কিতার হ্যাট্রিকে শিলিগুড়ি দল সিএবি’র আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনালে
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ২৩শে এপ্রিল, ২০২১: আজ কলকাতায় আদিত্য স্কুল অফ স্পোর্টস গ্রাউন্ডে সিএবি পরিচালিত আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতায় আজ পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ মহিলা ক্রিকেট দল এবং সাউথ ২৪ পরগণা ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন মহিলা ক্রিকেট দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে হ্যাট্রিক নেয়, এবং এর সুবাদে সাউথ ২৪ পরগণা ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের রান সংখ্যা কে সব উইকেটের বদলে ১৬ ওভারে ৪৯ রানে আটকে দেয়। সাউথ ২৪ পরগণা ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য ২৫ রান করে প্রীতি কয়াল। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের হয়ে পুনম সোনি এবং অঙ্কিতা মহন্ত ৩টি করে উইকেট নেয়। নিকিতা শাহ এবং অরুনা বর্মণ ১টি করে দখল করে। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ দল তিন উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। যদিও জেতার জন্যে বেশি রান তারা করার প্রয়োজন ছিল না তবুও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট প্লেয়ার রিচা ঘোষ ২৫ রান এবং ১১ রান করে। হ্যাট্রিক উইকেটের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় অঙ্কিতা মহন্ত। এই জয়ের সুবাদে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছালো এবং আগামীকাল তারা হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হবে।
ছবি: সংবাদচিত্র