জোর করে ভুট্টা বুনতে গিয়ে ইসলামপুরের চারখাম্বা এলাকায় সংঘর্ষ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৮ই মার্চ ২০১৮: গতকাল জমি বিবাদের জেরে সংঘর্ষ ছড়াল ইসলামপুরের চারখাম্বা এলাকায়। জানা গেছে ভুল্টুন নামে একজন বেক্তি এলাকার বাসিন্দা সেহেরা খাতুনের জমিতে জোর করে ভুট্টার বীজ ছড়াতে গেলে গোল বাধে। দুই পক্ষর মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষরই প্রচুর আহত হয়েছে। বর্তমানে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেহেরা খাতুনের অভিযোগ, ভুল্টুন জোর করে জমিতে ভুট্টা বুনতে গেলে বাধা দেওয়া হয়। এরপরেই ভুল্টুন তার দল নিয়ে হামলা করে সবাইকে আহত করে। ভুল্টুনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে বলা হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)
Facebook Comments