ফালাকাটা পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে শুরু হলো স্বনিযুক্তি ইলেকট্রিসিয়ান ট্রেনিং
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৫ই মার্চ ২০১৮: ফালাকাটা ব্লক স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেড এর আর্থিক সহায়তায় ও আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটির পরিচালনায় ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত যুবকদের স্বনির্ভর করার লক্ষে ফালাকাটার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েত অফিসে শুরু হলো ইলেকট্রিসিয়ান ট্রেনিং। প্রতিদিন পাঁচ ঘন্টা করে ৪০ দিনের এই প্রশিক্ষণ চলবে। এই প্রশিক্ষণ উদ্বোধনে উপস্তিত ছিলেন স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের ফালাকাটা ব্লক সুপারভাইজর শ্রী বিশ্বদীপ চৌধুরী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাদক্ষ শ্রীমতী সুতপা ভদ্র, ফালাকাটার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী বিমল রায়, জিওগ্রাফিক্যাল সোসাইটির পক্ষে শ্রী দীপংকর চক্রবর্তী, মাস্টার ট্রেনার শ্রী দেবরাজ বণিক, মহিলা স্বনির্ভর সংঘের সদস্যরা। স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের ফালাকাটা ব্লক সুপারভাইজর শ্রী বিশ্বদীপ চৌধুরী বলেন, “এই প্রশিক্ষণ এলাকার যুবকদের স্বনির্ভর করার লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণে ৮০ শতাংশ উপস্তিতির উপর প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে”। মাস্টার ট্রেনার শ্রী দেবরাজ বণিক বলেন, “এখান থেকে হাতে কলমে শিখে নিজের কর্মসংস্থান করতে পড়বে”। এই প্রশিক্ষণ আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে ফালাকাটায় আজ থেকে শুরু হলো।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)