মেখলীগঞ্জে মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন করল রাজবংশী ভাষা শিক্ষা সংসদ
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৯ই সেপ্টেম্বর, ২০১৮: কুচবিহারের মেখলীগঞ্জে পালিত হলো মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস৷ মেখলীগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এর বগের ডাংগার এলাকায় রাজবংশী ভাষা শিক্ষা সংসদ এর প্রতিনিধিরা পালন করলেন মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস৷ উপস্থিত ছিলেন কুচবিহার গ্রেটার কর্মী সমর্থকরা৷ মেখলীগঞ্জের গ্রেটার নেতা রবি রায় বীর জানান – “একজন মহান সমাজ সংস্কারক এর তিরোধান দিবস পালনের মধ্যমে যাতে আমাদের সমাজে এমন মহত মহান গুণের মানুষ তৈরি হয়, সমাজ – দেশ যাতে এগিয়ে যায়”৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)
Facebook Comments